• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: মে ১৫, ২০২৩, ০৮:১৮ এএম
ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

ফেনীর পরশুরামে ছাত্রকে (১২) যৌন নিপীড়নের অভিযোগে ফিরোজ আলম (৩৬) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
রোববার (১৪ মে) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত ফিরোজ আলম জেলার সোনাগাজী উপজেলার চান্দালা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বক্সমাহমুদ দারুণ উলুম কারি মিয়া মাদ্রাসার শিক্ষক।

এ ঘটনায় ছাত্রের মা মাসুদা আক্তার বাদী হয়ে ফিরোজ আলমের বিরুদ্ধে মামলা করেছেন।

যৌন নিপীড়নের শিকার ছাত্রের মা বলেন, তার ছেলে ওই মাদ্রাসার কোরআন শরীফ হেফজ বিভাগের ছাত্র। ১২ মে ছুটিতে বাড়িতে আসার পর ছুটি শেষেও তার ছেলে মাদ্রাসায় ফিরে যেতে চাইছিল না। কারণ জানতে চাইলে সে বলে তাঁর শিক্ষক ফিরোজ আলম একমাস ধরে বিভিন্ন সময়ে তার কক্ষে নিয়ে যৌন নির্যাতন করেন। কাউকে বললে মারধরের ভয় দেখাতেন। সর্বশেষ ১১ মে রাতে শিক্ষকের কক্ষে নিয়ে বলৎকার করেন।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল গফুর ভূঁইয়াকে অবহিত করলে তিনি বিষয়টি পরশুরাম থানায় জানান। পুলিশ শনিবার রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যায়।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Link copied!