• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৪, ০৩:৫১ পিএম
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
শীত উপেক্ষা করে কাজে বেরিয়েছেন নিম্ন আয়ের মানুষ। ছবি : সংগৃহীত

এক দিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

এদিকে তীব্র শীতে কাবু হয়ে হয়ে পড়েছে চুয়াডাঙ্গাবাসী। বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। রাত থেকে সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে যান চলাচলে ধীরগতি দেখা যায়। তীব্র শীতের কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ভোর থেকেই বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় আগুন জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা যায়।

দিনমজুর মিনারুল হক বলেন, “প্রতিদিন ভোরে জেলা শহরে কাজের সন্ধানে আসতে হয়। আজকে মনে হচ্ছে তীব্র শীতে হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে। যেন বরফ পড়ছে। তারপরও থেমে নেই কাজ। বাধ্য হয়েই কর্মস্থলে যেতে হচ্ছে। এ ছাড়া শীতে কাজ না পেয়ে বাড়িতে ফিরতে হচ্ছে অনেককেই।”

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মো. রকিবুল হাসান বলেন, গত এক দিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আগামী ১৮ তারিখ পর্যন্ত ঘন কুয়াশার উপস্থিতি থাকতে পারে।

Link copied!