সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেম করে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন মনোয়ার হোসেন পলাশ (২০) নামে এক কলেজছাত্র।এ সময় তাকে আটকে রেখে হাত-পা বেঁধে মারধর ও নগ্ন ভিডিও ধারণ করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।
এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে সাভার পৌরসভার মুক্তির মোড় তারাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সাভারের আনন্দপুর এলাকার আব্দুস সামাদের ছেলে সাজেদুল ইসলাম সাদ (২৫) ও চট্টগ্রাম জেলার মানিকছড়ি গ্রামের সৈয়ত মোহাম্মদ ইসমাইলের মেয়ে জান্নাতুল ফেরদৌস ওরফে মায়া। তারা দুজনেই স্বামী-স্ত্রী পরিচয়ে ৭ তলার একটি ফ্লাট ভাড়া নিয়ে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন বয়সী মানুষকে জিম্মি করে এই বাণিজ্য করে আসছিল। এ ঘটনার সঙ্গে জড়িত জিহাদ ও সৌরভ নামে অপর দুই সহযোগী পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত সোমবার (৩১ মার্চ) ঈদের দিন সন্ধ্যায় সাভার পৌরসভার মুক্তির মোড় তারাপুর মহল্লার প্রবাসী সিদ্দিকুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ভুক্তভোগী মনোয়ার হোসেন পলাশের মা পারুল আক্তার বাদী হয়ে সাভার মডেল থানায় এক নারীসহ ৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।