মানিকগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে নদীতে রাইফেল হারিয়ে ফেলায় আল-আমিন নামের এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার (২৯ জুন) দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় যমুনা নদীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পুলিশ কনস্টেবল আল-আমিন পা পিছলে ড্রেজারে পড়ে যান। এ সময় তার সঙ্গে থাকা রাইফেলটি নদীর পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাইফেলটি উদ্ধারে চেষ্টা চালায়। কিন্তু প্রবল স্রোতের কারণে ঘটনার দুই দিন পরেও রাইফেলটি উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, “ভ্রাম্যমাণ আদালতে অংশ নিয়ে কনস্টেবল আল-আমিন তার রাইফেলটি নদীতে হারিয়ে ফেলেন। পরবর্তী সময়ে অনেক খোঁজাখুঁজি করেও রাইফেলটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”