• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: মে ২৩, ২০২৩, ০৯:৪৩ এএম
নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত

নরসিংদীর রায়পুরায় চালের বস্তাভর্তি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মাসুদ মিয়া (৪২) নামের একজন নিহত হয়েছেন।

সোমবার (২২ মে) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ মিয়া নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর ছেলে ও দুর্ঘটনাকবলিত নছিমনের চালক ছিলেন।

পুলিশ জানায়, সোমবার বিকেলে নরসিংদী শহরের বড়বাজার থেকে চালের বস্তা নিয়ে রায়পুরার নিলক্ষা ইউনিয়নের হরিপুর বাজারে যাচ্ছিলেন মাসুদ মিয়া। সন্ধ্যা সাতটার দিকে হরিপুর বাজারের কাছাকাছি পৌঁছার পর নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, রাতেই সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল। তবে নিহত চালকের স্বজনেরা বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের আবেদন করেন।

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, মাসুদ মিয়ার লাশ থানা প্রাঙ্গণে রাখা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তার লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!