• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ২০ রবিউস সানি ১৪৪৬

সুনামগঞ্জে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ০৬:১৫ পিএম
সুনামগঞ্জে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি

চাকরি পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে মাথায় কাফনের কাপড় পরে আমরণ অবস্থান কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ সদর হাসপাতালের চাকরিচ্যুত আউটসোর্সিং কর্মচারিরা।

বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকেই হাসপাতালের সামনে তারা এ কর্মসূচি শুরু করেন।

এ সময় বক্তব্য রাখেন, ওয়াজেদ আহমেদ মৃদুল, মিজানুর রহমান, সোহেল মিয়া, শাহীনা আক্তার পলি, তৌহিদ মিয়া ও শহীদ হোসন প্রমুখ।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, “কী অপরাধ ছিল আমাদের, হাসপাতালের কর্তৃপক্ষ একদিনের মৌখিক নোটিশ দিয়ে আমাদের আউটসোর্সিয়ের বিভিন্ন পদে কর্মরত ৩৬ জন কর্মীকে চাকরি থেকে অব্যাহত দেওয়া হলো। অথচ সারা দেশের সবগুলো হাসপাতালে যদি আউটসোর্সিং পদে কর্মচারিরা বহাল রয়েছেন। তাহলে সুনামগঞ্জ হাসপাতালের কর্তৃপক্ষ কেন এমন আচরণ করেছেন। আমরা বর্তমানে পরিবার পরিজন নিয়ে অনাহারে জীবন জীবিকা নির্বাহ করছি।”

বক্তারা আরও বলেন, “অনতিবিলম্বে আমাদের চাকরিতে পূর্ণবহাল করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সুনামগঞ্জের জেলা প্রশাসকের নিকট জোর দাবি জানাচ্ছি।”

Link copied!