বরগুনার তালতলীতে দীর্ঘদিন রাস্তা সংস্কার না করায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।
প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তায় চলাচল অনুপযোগী হয়ে পড়ায় ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ করেছেন স্থানীয়রা। দীর্ঘ বছরের রাস্তাটি সংস্কার না করায় ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৭ নম্বর সোনাকাটা ইউনিয়নের বড় আমাখোলা এলাকায় রাস্তার ওপর এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
জানা যায়, উপজেলার ৭ নম্বর সোনাকাটা ইউনিয়নের প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচল করতে পারে না। রোগী নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় তাদের। বিভিন্ন সময় স্থানীয়রা রাস্তাটি পাকা করার দাবি জানালেও কোনো কাজ হয়নি।
ডক্টর এ কে এম মজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আরিফ ও শাওন বলেন, “এ রাস্তা দিয়ে স্কুলে যেতে হলে দুই সেট পোশাক সঙ্গে রাখতে হয়। কাঁচা রাস্তার কারণে আমাদের সবার চলাচলে অনেক অসুবিধা হচ্ছে।”
স্থানীয় কুদ্দুস আলী বলেন, “স্বাধীনতার ৫২ বছর অতিক্রম করলেও আমাদের রাস্তার উন্নয়নে কেউ কোনো পদক্ষেপ নেননি।
ডক্টর এ কে এম মজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মিজান বলেন, বৃষ্টির দিনে ছাত্র-ছাত্রীদের আসতে অনেক কষ্ট হয়। রাস্তাটি পাকা হলে ছাত্র-ছাত্রীদের ভালো হবে স্কুলে আসতে পারবে। স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার বলা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বছরের প্রায় পাঁচ-ছয় মাস ভোগান্তির শিকার হতে হয় মানুষদের।
সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুচ ফরাজী বলেন, “রাস্তাটির অবস্থা আসলেই ভালো না। রাস্তাটি দ্রুত পাকা করা দরকার। তবে, দুঃখজনক বিষয় ধানের চারা রোপণের কথা আমার জানা নেই।”