• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

রাসেলস ভাইপার ভেবে ‘পাহাড়ি বোড়া’ পিটিয়ে মারল স্থানীয়রা


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১০, ২০২৪, ০৯:০০ এএম
রাসেলস ভাইপার ভেবে ‘পাহাড়ি বোড়া’ পিটিয়ে মারল স্থানীয়রা

কুড়িগ্রামের উলিপুরে রাসেলস ভাইপার ভেবে স্থানীয়রা অন্য একটি সাপ পিটিয়ে মেরেছে। মঙ্গলবার (৯ জুলাই) সকালে উপজেলার তিস্তা নদী বেষ্টিত থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর শেখের খামার এলাকায় এ ঘটনা ঘটে। 

বন কর্মকর্তা বলছেন, পিটিয়ে মারা সাপটি পাহাড়ি বোড়া।

স্থানীয় যুবক ওবায়দুল ইসলাম (৩২) ও আবু সাঈদ (২৮) জানান, তারা সকালে তিস্তা নদীর তীরে পানি দেখতে যান। এ সময় তিস্তা নদীর ভাঙনরোধে তীরে ফেলা জিও ব্যাগের ওপর একটি সাপ দেখতে পান। তারা সাপটিকে রাসেলস ভাইপারের বাচ্চা সন্দেহে পিটিয়ে হত্যা করেন। এরপর সাপটিকে স্থানীয় পাকার মাথা বাজারে নিয়ে আসলে স্থানীয়রা ভিড় করেন।

এলাকাবাসী আব্দুল জলিল, জয়নালসহ কয়েকজন বলেন, সাপটি লম্বায় প্রায় তিন ফিট। হুবহু রাসেলস ভাইপার সাপের মতো দেখতে। পরে বন কর্মকর্তা সবাইকে জানান এটি পাহাড়ি বোড়া সাপ, রাসেলস ভাইপার নয়। এ সময় সাপটিকে মাটিতে গর্ত করে পুঁতে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক জানান, রাসেলস ভাইপার সন্দেহে মেরে ফেলা সাপটি পাহাড়ি বোড়া। এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। যেহেতু নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, তাই সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে।

Link copied!