• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

লোডশেডিংয়ে কাল হলো আলীমের


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২, ০৮:৫৩ পিএম
লোডশেডিংয়ে কাল হলো আলীমের

জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রীরচর নতুনপাড়া এলাকায় শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরের দিকে লোডশেডিং চলছিল। এসময় বাড়িতে দুটি তার সংযোগ দিতে যান আলীম (৩২)। হঠাৎ বিদ্যুৎ এসে পড়ায় স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আলীম।

আলীম ওই গ্রামের মৃত হাজী আব্দুল খালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চরগোয়ালী ইউনিয়নের পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আক্তারুজ্জামান।

ইউপি সদস্য আক্তারুজ্জামান বলেন, হাজী আব্দুল খালেকের বাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। তার ছেলে আলীম আজ দুপুরে তার মেরামতের কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এসময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন আলীম। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালের দিকে রওনা হন। পথে মৃত্যু হয় তার। 

Link copied!