• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নড়াইলে মাদক কারবারির যাবজ্জীবন


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪, ০৬:৩০ পিএম
নড়াইলে মাদক কারবারির যাবজ্জীবন

নড়াইলে খন্দকার ইনামুল ইসলাম ছোটন (৪০) নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত খন্দকার ইনামুল ইসলাম ছোটন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মোড়ালীকাটি গ্রামের খন্দকার মুনসুর শেখের ছেলে।

এই মামলার অপর আসামি একই উপজেলার ঝিকরা গ্রামের জাকারিয়া বুলুকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২১ আগস্ট বেলা ১১টার দিকে নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার সীতারামপুর ব্রিজের পাশে একটি মোটরসাইকেল তল্লাশি করে ৯ কেজি তরল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ইনামুল ইসলাম ছোটন ও জাকারিয়া বুলুকে আসামি করে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে ইনামুল ইসলাম ছোটনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ৮ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

Link copied!