ঠাকুরগাঁওয়ে ওমর ফারুক (২৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং ২ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) ও ১৪ (গ) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ দায়রা জজ মামুনুর রশিদ এ রায় প্রদান করেন। এ মামলায় অপর আসামি রবিউল ইসলামকে খালাস দেওয়া হয়।
ওমর ফারুক জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াবস্তি গ্রামের আব্দুল আজিজের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখর কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, “মামলার দীর্ঘ তদন্ত শেষে ওমর ফারুকের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ও সন্তোষজনকভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা ও অপর আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন বিজ্ঞ জজ।”