• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ১৯ শাওয়াল ১৪৪৬

নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০৩:৩৬ পিএম
নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামের আহাদ মল্লিক নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ইলিয়াস সরদার। তিনি খুলনার তেরোখাদা উপজেলার পারোখালী গ্রামের সবুর সরদারের ছেলে। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত ইলিয়াস আদালতে উপস্থিত ছিলেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামের আহাদ মল্লিককে ২০১৮ সালের ৪ জুলাই রাত ১০টার দিকে ইলিয়াস সরদার ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওই রাতে আহাদ মল্লিক বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোজাখুঁজি করেন। পরের দিন ৫ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে খুলনার তেরোখাদা উপজেলার পারোখালী গ্রামের একটি পাট ক্ষেতে মরদেহ দেখতে পান। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

এ ঘটনায় ৭ জুলাই নিহতের ভাই আবুল বাশার মল্লিক বাদী হয়ে ইলিয়াস সরদারসহ ৫জনকে আসামি করে নড়াগাতি থানায় হত্যা মামলা করেন। স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামি ইলিয়াস সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। বাকি ৪ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দোহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করা হয়।

Link copied!