• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৬

দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত


মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ১০:৫৮ এএম
দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত
সুজন মিয়া। ছবি: সংগৃহীত

মৌলভীবাজার জেলা জজ আদালতের আইনজীবী সুজন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত সুজন মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আইনজীবী সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মিনহাজ উদ্দিন বলেন, রাতে পৌরসভা প্রাঙ্গণে একটি ফুচকার দোকানের সামনে ছিলেন আইনজীবী সুজন মিয়া। সেখানে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সেটি জানা যায়নি।

মিনহাজ উদ্দিন আরও জানান, এ ঘটনার পর স্থানীয়রা সুজন মিয়াকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামিদের তথ্য খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!