ঢাকায় শনিবার (১০ ডিসেম্বর) হতে যাওয়া সমাবেশ ঘিরে আতঙ্কে বরগুনা থেকে ঢাকার পথে লঞ্চ ও বাস চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) থেকে এই দুই পরিবহন বন্ধ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এমকে শিপিং লাইনসের বরগুনার ঘাটের পরিদর্শক এনায়েত হোসেন বলেন, ঢাকায় বরগুনা থেকে বৃহস্পতিবার লঞ্চ ছাড়েনি। অল্প কয়েকজন যাত্রী এসেছিলেন। তারাও টিকিট নিতে পারেনি।
এনায়েত হোসেন আরও বলেন, “মূলত ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে উত্তেজনার কারণে যাত্রীরা ঢাকায় যাচ্ছেন না। এ কারণেই লঞ্চ চলাচল বন্ধ। বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত আমাকে জানানো হয়নি। বরগুনা থেকে ঢাকায় বন্ধ থাকলেও ঢাকা থেকে লঞ্চ আসছে।”
বরগুনার পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাবুদ্দিন সাবু সংবাদ প্রকাশকে বলেন, ঢাকায় চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বাস মালিকেরা গাড়ি ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় রয়েছেন। তাই নিরাপত্তার স্বার্থে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
শাহাবুদ্দিন সাবু আরও বলেন, “বাস বন্ধে কেন্দ্র থেকে কোনো ধরনের নির্দেশনা আসেনি। ১০ তারিখের সমাবেশ শেষ হলে সন্ধ্যায় বরগুনা থেকে ঢাকার দিকে বাস চলাচল শুরু হবে।”
বরগুনা জেলা বিএনপির আহবায়ক মাহবুবুর আলম ফারুক মোল্লা সংবাদ প্রকাশকে বলেন, সমাবেশে যোগ দিতে আগে থেকেই নেতা-কর্মীরা ঢাকায় অবস্থান করছেন। বরগুনাসহ বিভিন্ন উপজেলা ও অন্যান্য ইউনিট থেকে প্রায় সাড়ে ৩ হাজার নেতা-কর্মী ঢাকায় জমায়েত হয়েছেন।