• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল শুরু


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ০৩:৩১ পিএম
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল শুরু

টানা ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে লঞ্চ চলাচল শুরু হয়।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল থাকায় নৌ দুর্ঘটনা এড়াতে শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘ সময় পর লঞ্চ চলাচল স্বাভাবিক হলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকা ও থেমে থেমে বৃষ্টি হওয়ায় যাত্রীর সংখ্যা ছিলে তুলনামূলক কম।

দৌলতদিয়া লঞ্চ ঘাট সুপার ভাইজার নূরুল আনোয়ার মিলন জানান, পরিস্থিতির উন্নতি হওয়ায় সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে যাত্রী ও যানবাহনের চাপ কম থাকায় ১৬ ফেরির মধ্যে আটটি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

Link copied!