• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

গভীর রাতে ডুমাইন বাজারে আগুন


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৩:২০ পিএম
গভীর রাতে ডুমাইন বাজারে আগুন

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ৯টি দোকান ও দোকানের মালামাল পুড়ে ছাই হয় যায়।

সোমবার (৩ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাজার সূত্রে জানা যায়, উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারের গোবিন্দ শীলের সেলুনের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাজারে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের মসজিদ থেকে মাইকিং করা হয় এবং ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের গোবিন্দ শীলের সেলুন, সৌরভ টেলিকম, আলাউদ্দিন হোমিও, বিশ্বাস টেলিকম, প্রদীপ সেলুনসহ আনুমানিক ৯টি দোকানের মালামাল আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ৯ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা যায়।

মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম জানান, খবর পেয়ে তারা এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাজারের ৯টি দোকান পুড়ে যায়। এতে ওই ব্যবসায়ীদের প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।

Link copied!