• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

শেষ মুহূর্তে হাসি ফুটল কয়েক হাজার নিম্ন আয়ের মানুষের মুখে


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৫, ০৫:৩২ পিএম
শেষ মুহূর্তে হাসি ফুটল কয়েক হাজার নিম্ন আয়ের মানুষের মুখে

ফরিদপুরের ২ উপজেলার কয়েক হাজার অতি দরিদ্র নারী পুরুষের মুখে হাসি ফুটিয়েছে সাজিদ সোবহান ওয়েলফেয়ার  ফাউন্ডেশন।

শনিবার (২৯ মার্চ) সকালে সংগঠনটির পক্ষ থেকে ফরিদপুর সদর ও সালথা উপজেলার ছয়টি ইউনিয়নের তিন হাজার সাতশ নারী পুরুষের হাতে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী ও পরিধেয় বস্ত্র তুলে দেন সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও অকো-টেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান (সিআইপি)।

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের পুরদিয়া গ্রামে আনসার আলী মিয়া মাদ্রাসার মাঠে ঈদ সামগ্রী বিতরণকালে পুলিশ সুপার মো. আব্দুল জলিল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান, ফাউন্ডেশনের  কর্মকর্তা আব্দুর রহমানসহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

এসময় ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, “সবাইকে ঈদের আনন্দে শামিল করতেই সাজিদ সোবহান ফাউন্ডেশন এই উদ্যোগ নিয়েছে। সমাজে যারা স্বাবলম্বী তাদের প্রত্যেকেরই উচিত প্রতিবেশীর খোঁজখবর নেওয়া এবং হত দরিদ্রদের পাশে থাকা। সমাজের বিত্তশালীরা  সবাই যদি এগিয়ে আসে তাহলে কেউই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবেন না।”

Link copied!