• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩, ০৭:৫৩ পিএম
বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলার নগরকান্দা থানায় এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিলের নেতৃত্বে অভিযানে অংশ নেয় নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেনসহ পুলিশের একটি  টিম। জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে সংঘর্ষে ব্যবহৃত ঢাল, সড়কি, বল্লম, রামদা, টেঁটা, ঝুপি ইত্যাদি।

সংবাদ সম্মেলন আসাদুজ্জামান শাকিল জানান, বেশ কিছুদিন ধরে পুরাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাঝে মধ্যে গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হতো।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে থানা পুলিশের উদ্যোগে আর সংঘর্ষ করবনা এই শ্লোগান নিয়ে এলাকাবাসী বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র পুলিশের কাছে জমা দিয়েছিলেন। এরপর বেশ কিছুদিন সংঘর্ষ থেকে এড়িয়ে ছিলেন এলাকাবাসী। সম্প্রতি আবার সেই সংঘর্ষ  শুরু করেছেন। তাই পুলিশ অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র জব্দ করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, “এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নিয়মিত অভিযানে এই সমস্ত দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। যাদের বাড়ি থেকে অস্ত্র পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্ততি চলছে।”

Link copied!