• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শরীয়তপুরে অবৈধ লেনদেনের অভিযোগে ভূমি সহকারী কর্মকর্তাকে বদলি


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৯:৪০ পিএম
শরীয়তপুরে অবৈধ লেনদেনের অভিযোগে ভূমি সহকারী কর্মকর্তাকে বদলি
ভূমি সহকারী কর্মকর্তা মতিউর রহমান

শরীয়তপুরের জাজিরায় সেবা গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে বড়কান্দি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মতিউর রহমানকে বদলি করা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বড়কান্দি ইউনিয়ন থেকে সরিয়ে তাকে ডামুড্যার শিধলকুড়া ইউনিয়নে বদলি করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মতিউর রহমান তিন বছর ধরে ওই কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন সময় সেবা নিতে আসা ব্যক্তিদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে থাকেন বলে অভিযোগ ওঠে। এছাড়াও অফিস কক্ষে বসে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন এমন দুটি ভিডিও সম্প্রতি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করলে বুধবার দুপুরে ভূমি সহকারী কর্মকর্তা মতিউর রহমানকে বড়কান্দি ইউনিয়ন থেকে সরিয়ে শিধলকুড়া ইউনিয়নে বদলি করা হয়।

এ বিষয়ে জানতে মতিউর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা সংবাদ প্রকাশকে বলেন, ভূমি সহকারি কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা মৌখিকভাবে বিষয়টি জানিয়েছে। এছাড়াও দীর্ঘদিন তিনি একই কর্মস্থলে রয়েছেন তাই তাকে অন্যত্র বদলি করা হয়েছে।

Link copied!