বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবসময় নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলে জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
মঙ্গলবার (১৮ মার্চ) বরগুনা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি কড়ইতলা এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে এদিন বরগুনার আলোচিত মেয়ে ধর্ষণের বিচার চেয়ে হামলায় নিহত মন্টু দাসের বাড়ি পরিদর্শনে আসেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
এসময় তিনি নির্যাতিত পরিবারটিকে নগদ অর্থ সহায়তার পাশাপাশি উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়া নিরাপত্তা ও পরিবারের ভরণপোষণে পাশে থাকার পাশাপাশি মামলা পরিচালনার ক্ষেত্রেও সহযোগিতার আশ্বাস দেন।
আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ভুক্তভোগী এ পরিবারের খোঁজ নিয়ে তাদের পাশে দাঁড়াতে এসেছি। অনেকেই এ পরিবারটির খোঁজ নিয়েছেন, তবে আমার মনে হয় সবার আগে তারেক রহমানই পরিবারটির সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। নিহতের স্ত্রীকে তারেক রহমান বলেছেন, ‘বোন আমি আপনার পাশে আছি, আমার দল আপনার পাশে আছে এবং সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছি।’ পরবর্তীতে তিনি আমাকেও কল করে এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য বলেন।”
আফরোজা আব্বাস আরও বলেন, “বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবসময় নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আমরাও তার নির্দেশনা অনুযায়ী কাজ করছি। পরিবারটিকে হয়তো পুরোপুরি ভালো রাখা সম্ভব হবে না, কিন্তু আমরা নিশ্চিত করতে চাই যে তারা একেবারে অসহায় অবস্থায় থাকবে না। আমরা দেশবাসী মন্টু দাসের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখব।”
যেখানেই নারী নির্যাতনের ঘটনা ঘটছে সেখানেই জাতীয়তাবাদী দল ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা দেশে থেকেও অনেক খবর পাই না, কিন্তু আমাদের চেয়ারম্যান বিদেশে থেকেও ঠিকই বরগুনার এ ঘটনা জানতে পেরেছেন। জাতীয়তাবাদী দল সব সময়ই মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে চায়।”