• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১ কার্তিক ১৪৩১, ১৩ রবিউস সানি ১৪৪৬

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ইঞ্জিন বিকল, ৪ ঘণ্টা পর ছাড়ল কর্ণফুলী এক্সপ্রেস


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ১০:০৬ এএম
বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ইঞ্জিন বিকল, ৪ ঘণ্টা পর ছাড়ল কর্ণফুলী এক্সপ্রেস

ইঞ্জিন বিকল হওয়ায় চার ঘণ্টা পর নরসিংদী ছেড়েছে কর্ণফুলী এক্সপ্রেস। বুধবার (১৬ অক্টোবর)  রাত সোয়া ৯টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।

এদিন বিকেল সোয়া ৫টার দিকে রেললাইনে উঠে আসা ৭০ বছর বয়সী এক নারীকে বাঁচাতে গিয়ে হার্ড ব্রেক করায় নরসিংদী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির সামনে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

স্টেশন মাস্টার একেএম মুসা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ট্রেনটির স্টেশনে দাঁড়ানো কথা থাকায় গতি তুলনামূলক কম ছিল। তারপরও হার্ড ব্রেক করায় ইঞ্জিন বিকল হয়ে যায়। তবে অন্যান্য ট্রেন চলাচলে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি।”

তিনি আরও বলেন, “ইঞ্জিন সচল হওয়ার পরে যাত্রীরা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনেই ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।”

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ বলেন, “ওই নারীকে উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছিল। পরে পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে৷”

Link copied!