• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

রাস্তার পাশে পড়ে ছিল কবিরাজের মরদেহ


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: জুন ১, ২০২৪, ০৯:০৭ পিএম
রাস্তার পাশে পড়ে ছিল কবিরাজের মরদেহ

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকর চন্দ্র ইউনিয়নের কালী ভান্ডারদহ পিরতলী এলাকা থেকে আব্দুর রাজ্জাক ওরফে রাজাই আলী (৪৮) নামের এক কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ জুন) সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত আব্দুর রাজ্জাক চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামের মৃত দেসের আলীর ছেলে। তিনি কবিরাজি পেশায় যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ মে) রাতে কোনো এক সময় কবিরাজ আব্দুর রাজ্জাককে কে বা কারা ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। পরে কালীভান্ডারদহ পিরতলী রাস্তার পাশে ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহতের ভাতিজা সানোয়ার হোসেন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা করেছেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, কী কারণে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। তবে হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Link copied!