চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে যুবলীগ। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, মিছিলের স্থায়িত্ব ছিল ১ মিনিট ১১ সেকেন্ড।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ব্যানার নিয়ে নগরের বহদ্দারহাট মোড় এলাকায় এই মিছিল করেন তারা।
ভিডিও ছড়িয়ে পড়ার পর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে থাকা পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, মো. দিদারুল আলম (৪৩), মো. আরিছ উদ্দিন ওরফে নুরু (২৯), মো. শাহেদ (২৮), মো. জুয়েল (২৬) ও সুমন প্রকাশ বান্ডিয়া (২৫)। গ্রেপ্তারসহ পলাতক আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
ওই ভিডিওতে দেখা গেছে, মিছিলটি বহদ্দারহাট মোড় থেকে চান্দগাঁও আবাসিক এলাকার সড়কের দিকে চলে যায়। মিছিলে একটি ব্যানার ছিল। ওই ব্যানারটিতে লেখা ছিল, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। মিছিলে নেতৃত্ব ছিল চট্টগ্রাম নগর যুবলীগ নেতা মোহাম্মদ হানিফ। মিছিলে ৮-১০ জন অংশ নেওয়া ব্যক্তিরা ছিল বয়সে তরুণ। তারা মিছিলে ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’-স্লোগান দেন।
এ বিষয়ে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, “যুবলীগের একটি মিছিলের ভিডিও ফেসবুকে দেখেছি। মিছিলে অংশ নেওয়া ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। তবে মিছিলে নেতৃত্বে দেওয়া মোহাম্মদ হানিফকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। হানিফসহ বাকিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।”
তথ্য : বাংলা ট্রিবিউন।