• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ৪ রবিউস সানি ১৪৪৬

যুবলীগ নেতা মুছা ৫ দিনের রিমান্ডে


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০৯:৫৩ পিএম
যুবলীগ নেতা মুছা ৫ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে অস্ত্র হাতে গুলি চালিয়ে ভাইরাল হওয়া সেই যুবলীগ নেতা আবু মুছাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে আবু মুছাকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (সদর আমলি আদালত) এ হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মো. রাসেল মাহমুদ মুছার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ৫ অক্টোবর কক্সবাজারের কলাতলী বিচ এলাকা থেকে আবু মুছাকে গ্রেপ্তার করে র‌্যাব।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আবু মুছা সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লার মৃত ছানোয়ার হোসেন ছানুর ছেলে ও সিরাজগঞ্জ পৌর যুবলীগের সদস্য। এছাড়া তিনি পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু মুছা ওরফে কিলার মুছা বিগত সময়ে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরীর প্রধান ক্যাডার হয়ে ক্ষমতার অপব্যবহার করে সিরাজগঞ্জ পৌরসভা এলাকায় অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ছাড়াও গত ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ শহরে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলা চালানোর কথাও  স্বীকার করেন। যার ভিডিও ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ শহরে পৃথক সংঘর্ষ চলাকালে গুলি করে এবং কুপিয়ে যুবদল ও ছাত্রদলের ৩ নেতাকর্মীকে হত্যা করা হয়। এসব ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক ৩টি হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তার মুছা প্রতিটি মামলার এজাহারভুক্ত আসামি। গত ২ মাস যাবত গ্রেপ্তার এড়াতে মুছা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। 

Link copied!