বরগুনা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বরগুনা সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মাহফুজ আল নাসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) সকালে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারের পর মাহফুজ আল নাসিমকে বরগুনা জেলা আদালতে সোপর্দ করা হয়। আদালত তার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
মাহফুজ আল নাসিম বরগুনা শহরের হাইস্কুল সড়কসংলগ্ন ব্যাংক কলোনি এলাকার মো. রহমান শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৭ এপ্রিল) রাতে বরগুনা শহরের ব্যাংক কলোনি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এর মধ্যে, গত ৪ ফেব্রুয়ারি বরগুনা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, “মাহফুজ আল নাসিম বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার নিয়মিত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে উপস্থিত করা হবে। আদালতের কার্যক্রম শেষে জেল হাজতে পাঠানো হবে। জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা জন্য পুলিশের অভিযান চলমান থাকবে।”