• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

দোকান থেকে বাড়ি ফেরার পথে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৩:১৬ পিএম
দোকান থেকে বাড়ি ফেরার পথে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
যুবলীগ নেতা ওবায়েদ উল্লাহ। ছবি : সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ওবায়েদ উল্লাহ (৪৩) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওবায়েদ উল্লাহ উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ওবায়েদ উল্লাহ রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় কারিগরপাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। এসময় একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকাণ্ডের তদন্ত করা হচ্ছে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!