ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর অস্ত্র নিয়ে হামলা চালানো যুবলীগ নেতা কামরুল হাসান প্রকাশ ওরফে বোমা কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২০ অক্টোবর) গভীর রাতে ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের মধ্যম সোনাপুর এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামরুল কাজীরবাগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পুলিশ জানায়, ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাজীরবাগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক কামরুল হাসানের সশস্ত্র হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হামলার সময় তাকে মুখে কাপড় বেঁধে থাকতে দেখা যায়। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৪১ মিডিয়াম রেজিমেন্টের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা করা হয়।
ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, গ্রেপ্তার কামরুল বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ফেনী মডেল থানায় করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।