• ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০, ১১ রমজান ১৪৪৬

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ল যুবলীগ নেতা


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০৮:৫৬ পিএম
প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ল যুবলীগ নেতা
আটক শেখ হাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শেখ হাফিজুর রহমান নামে এক যুবলীগ নেতাকে আটক করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মালাই গ্রাম থেকে তাকে আটক করে গণধোলাই দেন তারা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সোলায়মান। 

স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাফিজুর রহমান উপজেলা যুবলীগের সহ-সভাপতি। তিনি উপজেলার বাঙ্গরা ইউনিয়নের মলাই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, গভীর রাতে একই গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা উপজেলা যুবলীগের সহ-সভাপতিকে আটক করে। পরে তাকে গণধোলাই দিলে কোনো এক ফাঁকে তিনি পালিয়ে যান। বৃহস্পতিবার মালাই গ্রামে মাহফিল চলছিল মধ্যরাত পর্যন্ত। এ অবস্থায় খবর আসে যুবলীগ নেতা শেখ হাফিজকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে। মাহফিল থেকে সবাই সেখানে যান।

এ বিষয়ে স্থানীয় ইউপির সাবেক মেম্বার সোলায়মান বলেন, “বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে গ্রামবাসী ফোন করে যুবলীগ নেতা আটকের বিষয়টি জানায় আমাকে। আমি ঘটনাস্থলে পৌঁছানোর আগে তিনি পালিয়ে যান।”

এ সম্পর্কে জানতে যুবলীগ নেতা শেখ হাফিজুর রহমানের ফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, “থানায় কেউ বিষয়টি অবগত করেনি।”

Link copied!