গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৭ নভেম্বর) গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে নওগাঁ জেলার মান্দা এলাকা থেকে গ্রেপ্তার করে গোবিন্দগঞ্জ থানা-পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ তার সহযোগিতায় ৩ আগস্ট গোবিন্দগঞ্জের বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে দুর্বৃত্তরা। ওই দিন থেকে তিনিসহ তার লোকজন আত্মগোপনে চলে যান।
এর মধ্যে জাহাঙ্গীর আলম আত্মগোপনে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। তার কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি প্রশাসন ও সাধারণ মানুষের নজরে আসে। এসব নানা অভিযোগে তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ শুক্রবার ভোরে নওগাঁ জেলার মান্দা এলাকা থেকে গ্রেপ্তার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা রয়েছে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।