• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২, ১ জ্বিলকদ ১৪৪৬

যুবদল নেতার বিরুদ্ধে স্কুলের গাছ কেটে নেওয়ার অভিযোগ


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৪:৩৯ পিএম
যুবদল নেতার বিরুদ্ধে স্কুলের গাছ কেটে নেওয়ার অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে রাজন বিশ্বাস নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। তবে ওই যুবদল নেতার দাবি, প্রধান শিক্ষকের কথায় গাছ কেটেছেন তিনি।

ঘটনাটি উপজেলার রায়গ্রাম ইউনিয়নের একতারপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। অভিযুক্ত রাজন বিশ্বাস রায়গ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

সরেজমিনে দেখা গেছে, একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তিনটি পুরনো ও বড় আকৃতির গাছ কেটে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রাজন বিশ্বাস বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগিতায় গত শুক্রবার (২৫ মে) রাতে গাছগুলো কেটে নিয়ে যায়। গাছগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা। তবে যুবদল নেতার ভয়ে মুখ খুলতে চাচ্ছেন না স্থানীয়রা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, “আমরা যখন এ স্কুলে পড়েছি, তখন এ গাছগুলো আমরাই লাগিয়েছিলাম। গত শুক্রবার রাতে রাজন বিশ্বাস প্রধান শিক্ষকের সহায়তায় কয়েকজন মিলে গাছগুলো কেটে নিয়ে যায়। এটা সম্পূর্ণ অনৈতিক। সরকারি গাছ এভাবে নিয়ম না মেনে কাটা যায় না।”

অভিযোগের বিষয়ে যুবদল নেতা রাজন বিশ্বাস বলেন, “প্রধান শিক্ষক আমাকে গাছগুলো কাটতে বলেছেন। এ কারণেই আমি গাছগুলো কেটেছি। গাছ বিক্রির টাকা প্রধান শিক্ষকের কাছে দেব।”

তবে গাছ কাটার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর ইসলাম। তিনি বলেন, “বৃহস্পতিবার (২৪ এপ্রিল) স্কুল ছুটি হওয়ার পর আমরা সবাই বাসায় চলে যাই। পরবর্তী দুদিন স্কুল বন্ধ ছিল। রোববার (২৭ এপ্রিল) এসে দেখি স্কুলের পাশের গাছগুলো কে বা কারা কেটে নিয়ে গেছে।”

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম বলেন, “বিষয়টি সম্পর্কে অবগত আছি। সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি জানিয়েছি।”

Link copied!