বগুড়ার গাবতলী থেকে ওয়ালি উল্লাহ ওরফে আলি (৪৭) নামের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ জানুয়ারি) উপজেলার গোলাবাড়ীর ওমর আলীর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ওয়ালি উল্লাহ ওরফে আলি জেএমবির প্রধান শায়েখ আব্দুর রহমানের ভায়রার ছেলে আ. রহিমের মেয়ের জামাই।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২৩টি জিহাদি বই জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন সরকার বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওয়ালি উল্লাহ ওরফে আলি নিজেকে পুরাতন জেএমবির বগুড়া জেলার দায়িত্বশীল বলে স্বীকার করেছে। এছাড়া তার পুরাতন জেএমবির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে জানিয়েছেন।
সনাতন সরকার আরও বলেন, “তার নামে ইতোপূর্বে গাবতলী থানায় নাশকতা মামলা রয়েছে। তিনি আত্মগোপনে থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জেএমবিকে সংগঠিত করার লক্ষ্যে দাওয়াতি কার্যক্রম ও ধর্মীয় উগ্রবাদ প্রচার করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করেছি। তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।”