• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

বরগুনায় ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩, ০৬:৪৯ পিএম
বরগুনায় ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
নাশকতা চেষ্টার মামলায় গ্রেপ্তার নুরুল ইসলাম রনি। ছবি : সংগৃহীত

বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নাশকতা চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বরগুনা পৌরসভার ডিকেপি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পৌরসভার ডিকেপি রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নুরুল ইসলাম রনিকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বরগুনা থানায় করা একটি নাশকতা চেষ্টার মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরুল ইসলাম রনিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!