• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০, ৪ রজব ১৪৪৬

দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যু


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৪:১৬ পিএম
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যু

জয়পুরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩৫) নামের জামায়াতের এক নেতা নিহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন সদর উপজেলার চৌমুহুনী দণ্ডপানি গ্রামের মাফেজ উদ্দিনের ছেলে। তিনি জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতি ছিলেন।

স্থানীয় বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, দেলোয়ার হোসেন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে জয়পুরহাট শহরের দিকে যাচ্ছিলেন। গুয়াবাড়ি ঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!