• ঢাকা
  • শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০, ৫ রমজান ১৪৪৫

মাগুরা-১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৫:৪২ পিএম
মাগুরা-১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা-১ ও ২ আসনে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৫ মার্চ) জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে শহরের আল আমিন মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

মাগুরা-১ (সদর ও শ্রীপুর) আসনে জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির যশোর–কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক কেন্দ্রীয় মজলিসের শূরার অন্যতম সদস্য আব্দুল মতিন এবং মাগুরা-২ (মহম্মদপুর, শালিখা ও সদরের ৪টি ইউনিয়ন) আসনে বর্তমান জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য অধ্যাপক এম বি বাকেরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক, কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ড. অধ্যাপক আলমগীর বিশ্বাস প্রার্থীদের নাম ঘোষণা করেন।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুর সঞ্চালনায় ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান। ইফতার মাহফিলে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে মাগুরা জেলার দুটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করায় সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

Link copied!