জলিলুর রহমান তালুকদার, একজন শিক্ষানুরাগী। দুমকি উপজেলার ২নং লেবুখালী ইউনিয়নের বাসিন্দা। বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সবার সহযোগিতায় এগিয়ে আসেন বলে এলাকাবাসী তাকে পছন্দ করেন। লোকজনের ইচ্ছে অনুযায়ী আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছে পোষণ করেছেন।
এলাকার বর্তমান চিত্র তুলে ধরে জলিলুর রহমান তালুকদার বলেন, “আমি এই এলাকায় বড় হয়েছি। এখানকার মাটি আমার শরীরে মিশে আছে। তাই সবসময় চেষ্টা করি এলাকাবাসীর পাশে থাকতে। তাদের জন্য কিছু করতে পারলে খুব ভালো লাগে। কিন্তু সবসময় নিজের ইচ্ছে থাকা সত্ত্বেও সবকিছু করতে পারি না। তাই এলাকাবাসীর অনুরোধে সমাজের উন্নয়নের চাকা সচল রাখতে, সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়াতে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছে পোষণ করছি। আমি এই লেবুখালীকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়তে চাই।”
তিনি বলেন, “আমার কোনো রাজনৈতিক পদবি পাওয়ার লোভ নেই। আমি ইউনিয়নের মানুষের সঙ্গেই থাকতে চাই। তাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে সবার পাশে দাঁড়াতে চাই। আমাদের ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
সরেজমিনে দেখা যায়, ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরও সুসংহত করতে প্রতিনিয়ত প্রতিটি গ্রামের মোড়ে, চায়ের দোকানে, বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন ও দিন-রাত ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।
এছাড়া ইতোমধ্যে তিনি এলাকায় মুরব্বিদের সঙ্গে কুশলবিনিময় ও নানা সমস্যা নিয়ে তরুণদের সঙ্গে মতবিনিময় করছেন।
করোনার লকডাউনের সময় সমাজের মানুষ যখন মানবেতর জীবনযাপন করেছিল, যখন ঠিকমতো খেতে পারছিল না। ঠিক তখনই জলিলুর রহমান তালুকদার সবার পাশে দাঁড়ান। ঘরে ঘরে খাবার ও অসুস্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেন।