• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নদীতে ভাসছিল জেলের মরদেহ


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৮, ২০২৪, ০৩:০৫ পিএম
নদীতে ভাসছিল জেলের মরদেহ
নিহতের স্বজনদের আহাজারি। ছবি : প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় নদী থেকে মহিদুল শেখ (২৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী ক্যানেলের পশ্চিম পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত মহিদুল শেখ মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের রশিদ শেখের ছেলে।

মহিদুলের স্বজন ও স্থানীয়রা বলেন, “আমরা ৪টি ট্রলার নিয়ে মহিদুলকে খুঁজতে থাকি। ২টি ট্রলার রামপালের দিকে আর ২টি ট্রলার নিয়ে মোংলার দিকে। এমন সময় বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে মরদেহটি ভাসতে দেখি। পরে নৌ পুলিশের সহায়তায় আমরা মরদেহটি উদ্ধার করি।”

মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, সকালে মোংলা মাদ্রাসা রোডের পশ্চিম দিকের মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে ভেসে ওঠে। নিহতের ভাই মহিদুলের মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৪টার দিকে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ এলাকায় এলপিজি পরিবহনকারী একটি জাহাজের পাখার সঙ্গে দঁড়ি পেচিয়ে ট্রলারটি ডুবে যায়। ওই সময় ট্রলারে থাকা জেলে তারিকুল সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন মহিদুল শেখ। নিখোঁজের সন্ধানে তল্লাশি অভিযান চালায় থানা পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

Link copied!