• ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০, ১২ রমজান ১৪৪৬

নারী নিপীরণের সর্বোচ্চ শাস্তি চায় ইসলামী ছাত্র আন্দোলন


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৪:০১ পিএম
নারী নিপীরণের সর্বোচ্চ শাস্তি চায় ইসলামী ছাত্র আন্দোলন

দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নিপীরণের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নড়াইল জেলা শাখা। ধর্ষক ও নারী নিপীরণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

বুধবার (১২ মার্চ) দুপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মো. সাজ্জাদ হোসাইনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খাইরুজ্জামান, সাধারণ সম্পাদক ডা. এস এম নাসির উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আসিফসহ আরও অনেকে।

বক্তারা ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষ্যে দ্রুত সময়ে বিচার বিভাগের বিশেষ ট্রাইবুনাল গঠনের দাবি জানান। একই সঙ্গে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করারও দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিলে যুব আন্দোলনের সভাপতি মুফতি ওমর ফারুক, যুব আন্দোলনের সেক্রেটারি মো. নিয়াজ মোরশেদ, যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শেখ মো. জহিরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!