গাজীপুরে মন্দিরসহ সরকারি বিভিন্ন দপ্তর নিজেদের উদ্যোগে নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যরা।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে গাজীপুর মহানগরীর বিভিন্ন মন্দিরে গিয়ে দেখা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যরা প্রধান গেটে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সংগঠনের ইউনিফর্মধারী সদস্যরা ছাড়াও নেতাদের সহায়তা করতে দেখা গেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজীপুর সদর থানা সভাপতি এস এম ওয়াহিদুল ইসলাম বলেন, “দলের প্রধানের নির্দেশে সারা বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পাহারা দেওয়া হচ্ছে। আমরা বাঙালি সবাই ভাই ভাই।”
ওয়াহিদুল ইসলাম বলেন, “দেশের এই মুহূর্তে কোনো মহল সংখ্যালঘুদের বাড়িতে কিংবা মন্দিরে যাতে হামলা করতে না পারে, সে জন্য আমরা পাহারায় বসেছি। এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের সামনে আমাদের সদস্যরা নিরাপত্তা দায়িত্বে রয়েছেন। কেন্দ্রীয়ভাবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা এ দায়িত্ব পালন করে যাব।”