শেখ হাসিনার পদত্যাগের পর একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা চালাচ্ছিল। এ ঘটনায় শরীয়তপুরে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে বিভিন্ন মন্দির ও বাসা-বাড়িতে পাহারা বসিয়েছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কর্মীরা।
জানা যায়, জাকারিয়া, বেলায়েত, সায়েদুল আর সেলিম এরা সবাই সমবয়সী। তারা সবাই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের শরীয়তপুর শাখার সদস্য।
সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগের পরে দেশের কয়েকটি স্থানে হিন্দুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলার খবর পাওয়া যায়। এসময় শরীয়তপুরের আংগারিয়া এলাকার শ্রী শ্রী রাধা মাধব মন্দির ও শ্রী শ্রী কালী মন্দির রক্ষায় পাহারা বসান জাকারিয়া, বেলায়েত, সায়েদুল, সেলিমসহ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কয়েকজন সদস্য।
জানতে চাইলে মন্দির রক্ষার দায়িত্বে থাকা ও সদর থানা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সহ-সভাপতি বেলায়েত বলেন, “এ দেশ আমাদের সবার। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই। কেউ যাতে তাদের উপাসনালয় ভাঙতে না পারে আমরা তাই রক্ষার দায়িত্ব নিয়েছি।”
স্থানীয় বাসিন্দা রনি দেবনাথ বলেন, “আমাদের শরীয়তপুর জেলাটি সম্প্রীতির বন্ধনে যুক্ত। পূজার সময় আমরা সবাই আনন্দ করি। তাদের ঈদেও দাওয়াতে যাই। বর্তমানে তাদের এই উদ্যোগটি প্রশংসা রাখে। আমরা একসঙ্গে সব সময় এভাবেই থাকতে চাই।”
এ ব্যাপারে জানতে চাইলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা শাখার সভাপতি রাসেল মিয়া বলেন, “আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি থানায় মন্দির রক্ষায় টিম গঠন করা হয়েছে। এছাড়া আমাদের কোনো হিন্দু ভাই ডাকলে তাদের পাশে আমাদের কর্মীরা থাকবে। আমরা চাই আমাদের এ দেশের সম্প্রীতির বন্ধন অটুট থাকুক।”