• ঢাকা
  • রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত যেতে বেনাপোলে ইসকন ভক্তদের ভিড়, আটকে দিল পুলিশ


যশোর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ১১:৪৬ এএম
ভারত যেতে বেনাপোলে ইসকন ভক্তদের ভিড়, আটকে দিল পুলিশ

যশোরের শার্শা উপজেলার বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ- ইসকনের ৫৪ ভক্তকে আটকে দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে তাদের যার যার বাড়িতে ফেরত পাঠানো হয়।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ও রোববার (১ ডিসেম্বর) সকালে দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন-ভক্তরা ভারতে যাওয়ার জন্য বেনাপোলে আসেন। পরে ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদের ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

যশোরের চাঁচড়া ইসকন মন্দিরের অধ্যক্ষ দেবগৌর দাস ব্রক্ষ্মচারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।

ইসকন সদস্য সৌরভ তপন্দার চেলী বলেন, “ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার জন্য এসেছিলাম। ভারত যাওয়ার অনুমতি নেই বলে ইমিগ্রেশন ফেরত পাঠিয়েছে।”

ভারত যেতে বেনাপোলে আসা ইসকন-ভক্ত অন্যজন জানান, ধর্মীয় আচার পালন করতে তারা ভারতে যেতে চেয়েছিলেন। কিন্তু কোনো কারণ ছাড়াই তাদের ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, “ভারতে সন্দেহজনক ভ্রমণ মনে করে ৫৪ বাংলাদেশি যাত্রীকে অনুমতি দেওয়া হয়নি।”

Link copied!