• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শার্শায় চলতি মৌসুমে ধান ও চাল সংগ্রহ শুরু


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: মে ১০, ২০২৩, ০৫:৩৮ পিএম
শার্শায় চলতি মৌসুমে ধান ও চাল সংগ্রহ শুরু

যশোরের শার্শায় সরকারি খাদ্য গুদামে চলতি মৌসুমের ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ মে) দুপুরে শার্শা উপজেলা ক্রয় ও মনিটরিং কমিটির আয়োজনে কৃষকদের নিকট থেকে ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।

এ সময় ধান ও চাল  সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মামুন হোসেন খান, রাইচ মিল ব্যবসায়ী নাসিমুল হক, সোহেল রেজা, আশরাফুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, “চলতি মৌসুমে উপজেলায় ৩০ টাকা কেজি দরে ১ হাজার ৯৭৫ মেট্রিক টন বোরো ধান, ৪৪ টাকা কেজি দরে ১০ হাজার ৪৮১ মেট্রিক টন চাল ক্রয় করা হবে।” 

Link copied!