• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

‘জনগণ নয়, ভারতের সম্পর্ক ছিল একটি দলের সঙ্গে’


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৮:০৭ পিএম
‘জনগণ নয়, ভারতের সম্পর্ক ছিল একটি দলের সঙ্গে’
বক্তব্য রাখছেন খায়রুল কবির খোকন। ছবি : সংগৃহীত

বিএনপির যুগ্মমহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, “জনগণ নয়, ভারতের সম্পর্ক ছিল একটি দলের সঙ্গে। যে কারণে তাদের অনুপস্থিতিতে ২ দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হচ্ছে।”

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, “বিজিবির হাতে সীমান্তে কোনো মানুষ মারা যায়নি, বরং বিএসএফ নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। ছোট রাষ্ট্র বলে ছোট করে দেখার সুযোগ নেই।”

জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর সঞ্চালনায় আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, যুগ্ম-আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাস্টার, ভিপি জলিল, আব্দুল বাসেত, ফারুক উদ্দিন ভূইয়াসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Link copied!