• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইজতেমার ময়দানে জুমার জামাতে জায়গা পাননি লাখো মুসল্লি


টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৪, ০২:৪৬ পিএম
ইজতেমার ময়দানে জুমার জামাতে জায়গা পাননি লাখো মুসল্লি
ইজতেমার জুমা। ছবি : সংগৃহীত

বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫১ মিনিটে টঙ্গীর তুরাগ তীরে নামাজ শেষ হয়।

বিষয়টি নিশ্চিত করে ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান জানান, নামাজে ইমামতি করেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি এবং কাকরাইল মারকাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের।

এদিকে ময়দানের ভেতরে জায়গা না পেয়ে হাজার হাজার মুসল্লি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, কামাড়পাড়া সড়ক ও টঙ্গী কালিগঞ্জ সড়কে অবস্থান নেন। আবার অনেক মুসল্লি বাড়ির ছাদেও বসে নামাজ আদায় করেন।

Link copied!