• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বেনাপোলে ৭২ লাখ টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৩, ০৯:২৪ এএম
বেনাপোলে ৭২ লাখ টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

যশোরের বেনাপোল চেকপোস্টে ৬৯৭ গ্রাম সোনাসহ সাজনাস থারিপ্পা কুন্নুমেল (৩০) নামের এক ভারতীয়কে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে ইমিগ্রেশনের পর ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়। তিনি ভারতের কেরালার নীল সারাম থানার পলি হাউস গ্রামের কয়া থারিপ্পার ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপকমিশনার শায়েখ আরেফিন জাহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন সাজনাস থারিপ্পা কুন্নুমেলকে জিজ্ঞাসাবাদ করা হয়। স্বীকারোক্তির তার সঙ্গে থাকা ব্যাগে স্কচটেপ মোড়ানো সোনাগুলো জব্দ করা হয়। জব্দর সোনার আনুমানিক মূল্য ৭২ লাখ টাকা। আটক ব্যক্তিসহ সোনাগুলো বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Link copied!