• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঝোপের মধ্যে লুকানো ছিলো ভারতীয় বিয়ার


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪, ০৫:০৮ পিএম
ঝোপের মধ্যে লুকানো ছিলো ভারতীয় বিয়ার

বাগেরহাটের মোংলায় ঝোপের মধ্যে লুকিয়ে রাকা অবস্থায় ১১০ বোতল ভারতীয় বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে মোংলার কোস্টগার্ড দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোহাম্মদ মুনতাসির ইবনে মহসীন স্বাক্ষরিত ওই প্রেস  বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ( ২৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কালিঞ্চি পাঁচ গাঙ্গের মুখ মাউনদা নদীর পূর্ব তীরে বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড।

অভিযান চলাকালে ওই এলাকায় দুইজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাদের দাঁড়ানোর সংকেত দেন। তবে তারা পালিয়ে যান। পরে কোস্টগার্ড সদস্যরা ওই স্থানে তল্লাশি চালিয়ে ঝোপের মধ্যে লুকানো অবস্থায় ১১০ বোতল ভারতীয় বিয়ার জব্দ করে।

জব্দকৃত বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
 

Link copied!