পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে গ্রামে গিয়েছেন অনেকেই। এবার কর্মস্থলে ফেরার পালা।পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট হয়ে কর্মস্থলে ফিরছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ।
শুক্রবার (৪ মার্চ) সকাল থেকে ফেরিঘাটে যাত্রীদের ভিড় ও যানবাহনের চাপ দেখা গেছে।তবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পর্যাপ্ত ফেরি, লঞ্চ ও মহাসড়কে যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই সহজেই ঘাট পার হচ্ছে যানবাহন ও যাত্রীরা।যাত্রীদের হয়রানি রোধ ও নিরাপত্তায় ঘাট এলাকায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
অপরদিকে লোকাল যাত্রীরা বিভিন্ন যানবাহনে দৌলতদিয়া ঘাট পর্যন্ত এসে লঞ্চে নদী পার হয়ে পাটুরিয়াতে যাচ্ছেন। লঞ্চেও যাত্রীরা ভোগান্তি ছাড়াই পার হতে পারছেন।
ঢাকামুখী যাত্রী ইদ্রিস মিয়া বলেন, “প্রিয়জনদের সঙ্গে ঈদ শেষ করে এখন ঢাকায় ফিরছি। বাড়িতে যাওয়ার সময়ও কোনো ভোগান্তি ছিল না। এখন কর্মস্থলে ফিরছি তাতেও কোনো ভোগান্তি নেই। ঈদের ছুটি বেশি থাকায় চাপ কম পড়েছে।”
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে কোনো প্রকার যানজট বা ভোগান্তি নেই। এই নৌ রুটে ছোট বড় মিলে ১৭টি ফেরি চলাচল করছে। তিনটি ঘাট সচল রয়েছে।