• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যান চলাচল


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৪, ০৩:৩৮ পিএম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যান চলাচল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বাড়ছে। এর মধ্যে ঢাকামুখী যানবাহনের সংখ্যা বেশি। সেই সঙ্গে মানুষও ঘর থেকে বের হচ্ছে।

বুধবার (২৪ জুলাই) সকালে কারফিউ শিথিল হওয়ায় টাঙ্গাইলের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড ও কুর্ণী এলাকায় এই চিত্র দেখা যায়।

মির্জাপুর থেকে টাঙ্গাইলগামী একটি বাসের যাত্রী বলেন, “কারফিউ শিথিল হওয়ায় স্বস্তি নিয়ে যাতায়াত করা যাচ্ছে।”

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১২টা থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ৭ হাজার ২৭৭টি যানবাহন পারাপার হয়েছে।

এর মধ্যে ৭৩২টি বাস, ৩ হাজার ৬৪টি ট্রাক, ৮৯০টি মোটরসাইকেল এবং ২ হাজার ৫৯১টি বিভিন্ন প্রকার হালকা যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ৬১ লাখ ৮৩ হাজার ১৫০ টাকা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মীর সাজেদুর রহমান জানান, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ টহল দিচ্ছে।

টাঙ্গাইল জেলা ট্রাফিক বিভাগের টিআই দেলোয়ার হোসেন বলেন, “সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অনেক স্থানে যান চলাচল বেড়েছে। তবে পুলিশ মোতায়েনসহ মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!