দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ভারতের প্রজাতন্ত্র দিবস ও সাপ্তাহিক ছুটি শেষে দুই দিন বন্ধের পর শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ভারতের পণ্যবোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীদের পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বাংলা হিলি সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, “বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবস ও শুক্রবার (২৭ জানুয়ারি) সাপ্তাহিক ছুটি থাকায় টানা দুই দিন বন্ধ ছিল আমদানি-রপ্তানি। শনিবার সকাল থেকে তা ফের শুরু হয়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম।”
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মো. বদিউজ্জামান বলেন, “হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সকাল থেকেই যাত্রীদের পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।”