ঈদ ও বাংলা নববর্ষ উপলক্ষে সাত দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হয়।
সিঅ্যান্ডএফের সভাপতি হারুন অর-রশিদ ও স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, ঈদ ও বাংলা নববর্ষে ৮-১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ছিল স্থলবন্দরের সব কার্যক্রম। সোমবার সকাল থেকে স্থলবন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে। স্থলবন্দরে সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। প্রতিদিন ২০০-২৫০ ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে।