• ঢাকা
  • রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০, ১৩ রজব ১৪৪৬

আ.লীগ নেতার অবৈধ মার্কেট গুড়িয়ে দিল রেলওয়ে


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০৪:৩৭ পিএম
আ.লীগ নেতার অবৈধ মার্কেট গুড়িয়ে দিল রেলওয়ে

লালমনিরহাট জেলা শহরের বিডিআর গেট সংলগ্ন প্রধান সড়কে রেলওয়ের জমি দখল করে অবৈধভাবে নির্মাণ করা মার্কেট গুড়িয়ে দেওয়া হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) দিনব্যাপী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগ নেতার ওই অবৈধ মার্কেটটি উচ্ছেদ করে রেল কর্তৃপক্ষ।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে সহকারী স্টেট অফিসার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিডিআর গেট রেললাইনের পাশে থাকা ১৭টি ফলের দোকানও উচ্ছেদ করা হয়। অভিযানে রেলের প্রায় এক একর জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, আওয়ামী লীগের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ নেতা জহুরুল হক মামুন এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানের ভাতিজা সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেনসহ কয়েকজন নেতা রেলের জমি দখল করে মার্কেট নির্মাণ করে। বারবার নোটিশ দেওয়ার পরও দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে মার্কেট নির্মাণ করে ভাগ বাটোয়ারা করে নেয় তারা।

পরে মার্কেট নির্মাণের কয়েক বছর পর সাবেক ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা জহুরুল হক মামুন মারা গেলে তার পরিবারের দখলে থাকে মার্কেটটি। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর অন্তর্বতীকালীন সরকার গঠন হলে জেলা আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেলে রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান শুরু করে।

লালমনিরহাট বিভাগী রেলওয়ে সহকারী স্টেট অফিসার আব্দুর রাজ্জাক জানান, রেলের জমিতে অবৈধ নির্মিত স্থপনা উচ্ছেদ অভিযানের নিয়মিত অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এদিন রেলের প্রায় এক একর জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলের জমিতে যত অবৈধ স্থাপনা আছে, পর্যায়ক্রমে সকল স্থপনা উচ্ছেদ করা হবে বলেও তিনি জানান।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!